এখন শরতের মরশুম। এখন নাওয়া খাওয়া ভুলে শারদ সংখ্যার প্রস্তুতি। সঙ্গে প্রায় এক ডজনের ওপর নতুন বই। অন্যের বই তৈরি করতে করতে কখন গভীররাতে তৈরি হয় নিজের বই। এ বইতো আমারই সন্তান। কখন রাতে পোয়াতি হয়েছে, নিজের অজান্তেই। জয় – পরাজয়, আনন্দ – বিষাদ আর আশ্রয় যে সবসময় তিনিই। তাঁকে নিয়েই এই প্রথম পুস্তিকা।
রবীন্দ্রনাথ বাংলা ও বাঙালির বিস্ময়। তাঁকে পরীক্ষা নিরীক্ষা করা মানেই সর্বদাই নতুন কিছু পাওয়া।

![Rabindra Prasonge [Dhiman Brahmachari]](https://itykatha.in/wp-content/uploads/2025/08/front-cover.jpg)


Reviews
There are no reviews yet.